পঞ্চগড়ের দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) সকাল ১০টায় দেবীগঞ্জ পৌর সদরের সবুজ পাড়ায় নিজস্ব ক্যাম্পাসে ইকরা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোলাম মাওলার সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদ সদস্য মোঃ আক্তার হোসেন নিউটন, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন রাজু, উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়া প্রমুখ।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়ণরত ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, শিক্ষক, মসজিদের খতিব ও গণমাধ্যমকর্মী এসময় উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আধুনিক বিশ্বে বাংলার পাশাপাশি ইংরেজি এবং আরবি ভাষা শেখার গুরুত্ব অপরিসীম। বাংলা, ইংরেজির পাশাপাশি আরবি ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করে একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ইকরা মডেল মাদ্রাসা ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
এস.এম/ডিএসা
মন্তব্য করুন