গতকাল রবিবার (১৭ এপ্রিল) দেবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহপ্রদান সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সাথে উপজেলার সকলের সমন্বয়ে যৌথ সভার আয়োজন করা হয়।
যৌথ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, উপজেলা টাস্কফোর্স কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, দেবীগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক আবু, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক বৃন্দ, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য অতিথি বৃন্দ।
সভায় সকলের উপস্থিতিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ইউনিয়ন ভিত্তিক সর্বশেষ হালনাগাদকৃত তথ্য সার্বিক পর্যালোচনা করা হয়।
উল্লেখ্য দেবীগঞ্জ উপজেলায় ইতোমধ্যে ১ম পর্যায়ে ৫৮২টি এবং ২য় পর্যায়ে ৪৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহনির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ যাচাই-বাছাই করে এ মুহুর্তে পুনর্বাসনযোগ্য ৭৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া যায় । তৃতীয় পর্যায়ে নির্মিমানাধীন ৭৭০ টি একক গৃহ নির্মাণের অগ্রগতির হার আজ পর্যন্ত ৩১%.
এস.এম/ডিএস
মন্তব্য করুন