সারা দেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন হয়েছে। এবারে নারী দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেণ্ডার বৈষম্য করবে নিরসন’।
বুধবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: গোলাম ফেরদৌসের সভাপতিত্বে ও মাসুদা সিদ্দিকা ইরানীর সঞ্চালনায় বক্তব্য আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দীক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরা চিশতি প্রমুখ। এই সময় হল রুমে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার নারীসহ কিশোর কিশোরী ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কিশোর কিশীরো ক্লাবে সদস্যগণ কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে র্যালীর আয়োজন করা হয়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন