‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১১ টায় দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং অবহেলিত নারী ও শিশু কল্যান সংস্থা (অনামিকার) সহযোগিতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাসুদা সিদ্দিকা ইরানীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায়, উপজেলা মহিলা লীগের সাবেক সভানেত্রী রওশন আরা চিশতি্ ও বর্তমান সাধারণ সম্পাদক শারমিন ডলি, মানব কল্যাণ পরিষদ যুক্ত প্রকল্পের দেবীগঞ্জ শাখার ফিল্ড ফ্যাসিলেটেটর মনোয়ারা মনি ও গোলাম রব্বানী প্রমুখ।
এছাড়া নারীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন