পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য হিস্যার দাবি এবং উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল দেবীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ।
পরে বিজয় চত্বরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বেশ কয়েকজন বিক্ষোভকারী। বক্তারা বলেন, বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক নদীগুলো আছে তার পানিগুলোর ন্যায্য হিস্যা দিতে হবে। ইতিপূর্বে ফ্যাসিবাদী সরকারের সাথে ভারতের যে অন্যায্য ও গোপন চুক্তিগুলো হয়েছিল তা দ্রুত বাতিল করতে হবে এবং বাংলাদেশের সাথে আলোচনা না করে কোনো বাঁধ খুলে দেওয়া যাবে না।
দেবীগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াসিস আলম বলেন, এই ভারত আমাদের রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে সকল ক্ষেত্রে নগ্ন হস্তক্ষেপ করেই চলেছে। কসাই নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই, তুমি বাংলাদেশ দেখেছো কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ ও জাগ্ৰত জনতা দেখো নাই। বাংলার মাটি পবিত্র, বাংলার মানুষ সদা জাগ্ৰত। বাংলাদেশকে নিয়ে যেকোন ধরনের ষড়যন্ত্র করা হলে তা কঠোরভাবে পতিহত করা হবে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন