মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মালচন্ডি প্রধান পাড়া গ্ৰামে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বিক্রির উদ্দেশ্যে পরিবহনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-গোলাম রব্বানী সরদার। অর্থদণ্ড তৎক্ষণাৎ প্রদান করায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-গোলাম রব্বানী সরদার বলেন,” করতোয়া নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। প্রথমবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন