শুক্রবার (২৪নভেম্বর) বেলা ১২ টায় দেবীগঞ্জ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্তৃক বাস্তবায়িত দেবীগঞ্জ আইসিটি ভবন ও অনলাইন ফ্রিল্যান্স ট্রেনিং সেন্টার পরিদর্শনে আসেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আব্দুর রহমান, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ইউজিডিপির ঠেপুটি টিম লিডার মোঃ আজিজুর রহমান সিদ্দিকী, ইউডিএফ মোঃ আব্দুল্লাহ আল মহিউদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ শাহরিয়ার ইসলাম শাকিল, উপজেলা সহকারী প্রোগ্রামার এ টি এম মামুদ প্রমুখ।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্তৃক বাস্তবায়িত দেবীগঞ্জ আইসিটি ভবন নির্মান প্রকল্পটি এখন পর্যন্ত দেশের একমাত্র স্থাপনা যেখানে উপজেলা পরিষদের নিজস্ব ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ের শিক্ষিত বেকার যুব সমাজের দক্ষতা বিকাশে কম্পিউটার ও অনলাইন ভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। একইসাথে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় তথা আইসিটি ডিভিশনের উপজেলা ভিত্তিক সকল প্রকার প্রশিক্ষণ কর্মসূচীর সর্বাধুনিক প্রশিক্ষণ ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে দেবীগঞ্জ আইসিটি ভবন ও অনলাইন ফ্রিল্যান্স ট্রেনিং সেন্টার।
প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শনের পাশাপাশি আন্তরিক আলাপচারিতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত) ড. মলয় চৌধুরী প্রশিক্ষণার্থীদের সফল ভবিষ্যতের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। একইসাথে উপজেলা পরিষদের এমন উদ্যোগকে সাদুবাদ জানান এবং কর্মসূচি চলমান রাখতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন