রবিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সর্দার পাড়ায় বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দীপাবলির রাতে সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সর্দার পাড়া হরিদাস এবং তার দুই ছেলে মন্টু দাস ও ছোটন দাসের ঘরে আগুন লাগে। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়। এঘটনায় আগুনে পুড়ে ৩ পরিবারের ৩ টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন দেবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান।
ভাইস চেয়ারম্যান রিতু আক্তার জানায়, “গতকাল রাতে সোনাহারে দীপাবলির একটি অনুষ্ঠান ছিলাম। হঠাৎ খবর আসে সর্দার পাড়ায় আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহযোগিতা দেয়ার বিষয়ে ইউএনও সাহেবের সাথে যোগাযোগ করেছি।”
এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম বলেন,”এবিষয়ে আমারা অবগত আছি। ইউনিয়ন পরিষদ থেকে আবেদন পেলে সরকারি সহযোগিতা পৌঁছে দেয়া হবে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন