বাংলাদেশর সর্ব উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা কলেজপাড়ার বাসিন্দা মোঃ তাজুল ইসলাম ও মোছাঃ জহুড়া বেগম দম্পতির সর্ব কনিষ্ঠ পুত্র আপিপ লিয়ন। আপিপ লিয়ন রাজধানীর পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করার মাধ্যমে উচ্চমাধ্যমিক শেষ করেছেন, পড়াশোনা করতে চান আইন বিষয়ে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে নিজেকে আড়ালে রাখার একদমই ইচ্ছে নেই উদীয়মান এই তরুণের। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন সার্বিক প্রেক্ষাপট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট তৈরি ও সংগীত পরিবেশন করার।
ইতিমধ্যে নিজের রচিত গানে নিজেই সুর ও কণ্ঠ দিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আপিপ লিয়ন। তরুণ এই শিল্পীর বেশ কয়েকটি টি সংগীত সোস্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এর মধ্যে সর্বপ্রথম ‘তুমি আমি’ গানের মাধ্যমে সংগীত ভুবনে সাড়া ফেলেছিল, এর পরে ‘থাকো যত দূরে’ ‘এই দিন এই রাতে’ ‘তুমি আমার’ ‘রাত’ ‘না ফেরার দেশে’ শিরোনামে গানগুলো নিজেই রচনা করেছেন এবং সুর দিয়ে নিজেই গেয়েছেন।
গণমাধ্যম কর্মী রওশন জালালী কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আপিপ লিয়ন জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপট ও দর্শক শ্রোতার চাহিদা অনুযায়ী গান এবং বিভিন্ন কনটেন্ট তৈরি করতে আগ্রহী তিনি। তার বেশ কিছু ভিডিও কনটেন্ট ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিলিয়ন ভিউজ পেয়ে ব্যাপক সাড়া ফেলেছে।
আপিপ লিয়ন সম্পর্কে দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু বলেন, “আপিপ লিয়ন অত্র এলাকার মধ্যে একজন নম্র, ভদ্র ও মেধাবী ছেলে সে পড়াশোনায় যেমন পারদর্শী ঠিক সংগীত ভুবনে সে যথেষ্ট আগ্রহী আমি তার সার্বিক সফলতা কামনা করছি।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন