সোমবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা কৃষি অফিসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে বীজ ও স্যার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এমু, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন, পৌর কৃষক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ নাঈম মোর্শেদ জানায়, “সরিষার বীজ ও সার বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে ৫ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হবে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার ২ হাজার ১৬০ জনকে সরিষার বীজ, ১ হাজার ৩৩০ জনকে ভূট্টার বীজ, ১ হাজার জনকে গমের বীজ, ৬৬০ জনকে চীনাবাদামের বীজ, ১৪০ জনকে শীতকালীন পিঁয়াজ ও ৬০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ এবং রেজুলেশন অনুযায়ী সার দেয়া হবে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন