শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর দেবীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে তৌহিদী জনতার ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি দেবীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে শেষ হয়।
পরে বিজয় চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তরা সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধীর শাস্তি দাবি করেন এবং যদি তা না করা হয় তবে মুসলিম বিশ্বকে একসাথে সুইডেনকে বয়কট করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে পবিত্র ঈদুল আজহার দিনে প্রকাশ্যে কোরআন শরিফে আগুন দেন সালওয়ান মোমিকা নামে ইরাকি বংশোদ্ভূত এক নাস্তিক। এরপর থেকে গোটা মুসলিম বিশ্বে প্রতিবাদ শুরু হয়ে যায়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন