পঞ্চগড়ের দেবীগঞ্জে কালীপূজাকে সামনে রেখে বিক্রি বেড়েছে মাটির তৈরি প্রদীপ এবং পূজার অন্যন্য সামগ্ৰীর। আগামীকাল রবিবার ঘোর অমাবস্যায় অন্ধকারকে দূরে ঠেলে আলোক জ্বেলে মর্তে আবির্ভাব হবেন মা কালী। এদিন সারাদেশের প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হবে।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে সরজমিনে দেবীগঞ্জ বাজারের কুমোরহাটিতে গিয়ে দেখা যায় অন্যান্য হাটের দিনের থেকে আজ মাটির প্রদীপ এবং পূজার অন্যন্য সামগ্ৰীর বিক্রি বেড়েছে। রাত পোহালেই কালীপূজা তাই শেষ সময়ে কুমোরদের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করার মতো। বাবা-ছেলে, দাদী- নাতনী সহ নানা বয়সের মানুষ পূজার এই অনুসঙ্গ নিতে আসে। এদিকে প্রদীপের দাম গত বছরের থেকে কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
কৈলাস নামে একজন বলেন,”গত বছর ২২ পিস প্রদীপ ১২ থেকে ১৫ টাকায় বিক্রি হলেও এবছর ২০ টাকার নিচে প্রদীপ নেই।”
নাতনী সহ প্রদীপ কিনতে আসা শান্তি রানী নামে এক বৃদ্ধা বলেন, “প্রদীপের দাম একটু বেশি কিন্তু আমরা প্রতিবছর মাটির প্রদীপেই আলো জ্বালাই তাই বেশি দামেই নিলাম।”
প্রদীপের দাম এবং বেচাকেনা কেমন হচ্ছে জানতে চাইলে নারায়ণ নামে একজন কুমোর বলেন, “গতবারের থেকে এবার বিক্রি কিছুটা কম। প্রদীপ তৈরীর খরচও আগের থেকে বেড়েছে। যে দামে বিক্রি করছি তা দিয়ে কোনমতে খরচটা উঠে। লাভ নেই বললেই চলে।”
গত কয়েক বছর ধরে মাটির প্রদীপের পরিবর্তে অনেক বাড়িতেই জায়গায় করে নিচ্ছে রঙিন ইলেকট্রিক বাতি। তবুও এখনও বেশিরভাগ বাড়িতেই ঐতিহ্য ধরে রাখতে মাটির প্রদীপ জ্বালানো হয় কালীপূজায়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন