গত মঙ্গলবার (২৪শে মে) আনুমানিক ভোর ৬ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে সোহেলের রহস্যজনক লাশ দেখতে পান স্থানীয়রা । পরে উখিয়া থানায় খবর দিলে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পরবর্তীতে খোঁজ খবর নেওয়ার পর জানা যায় মৃত সোহেল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার কলেজ পাড়া গ্ৰামের বাসিন্দা সারোয়ার রহমান সুরুর পুত্র ।
আজ, বৃহস্পতিবার( ২৬ শেষ মে) ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হলে সোহেলের লাশ দেবীগঞ্জ পৌরসভার কলেজ পাড়ায় নিজ বাসায় আনা হয় । একই দিন বাদ আছর দেবীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে মৃত সোহেলের দাফন সম্পন্ন করা করা হয়।
সোহেলের দাফন কাজে এসে দেবীগঞ্জ পৌর মেয়র- আবু বকর সিদ্দিক আবু জানান, “সোহেল এলাকার একজন ভালো এবং মেধাবী ছেলে ছিল । তার এই মর্মান্তিক মৃত্যুতে আমার সকলে গভীরভাবে শোকাহত । ঘটনার সঠিক তদন্ত করে যদি স্বাভাবিক মৃত্যু না হয়ে হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে এর সঠিক বিচার দাবি করেছি।”
দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী বলেন, “সোহেলের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি । সোহেল অত্যন্ত নম্র ভদ্র ও মেধাবী ছাত্র ছিল । আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।”
কক্সবাজারে রহস্যজনকভাবে সোহেলের মৃত্যুতে দেবীগঞ্জ পৌরবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন