দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দাড়ার হাটে রাতের আঁধারে ৫ বিঘা জমির তরমুজ চুরি ও নষ্ট করার অভিযোগ উঠেছে।
গত ১৩ এপ্রিল ( বুধবার) রাতে আবহাওয়া ভাল না থাকায় খেত পাহাড়ায় কেউ ছিলেন না। এই সুযোগে রাতে প্রায় আট শতাধিক পরিপক্ক তরমুজ চুরি হয়ে যায়। অপরিপক্ক আরো প্রায় দুই শতাধিক তরমুজ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন তরমুজ চাষীরা।
দেবীডুবা ইউনিয়নের দাড়ার হাটে- মাজেদুল ইসলাম, আব্দুস সালাম, আল আমিন ও লাভলু নামে চার জন যৌথভাবে প্রায় চার মাস আগে ৫ বিঘা জমিতে তরমুজের আবাদ করেন। যা আগামী এক সপ্তাহের মধ্যে বিক্রির উপযুক্ত হতো। দুর্বৃত্তদের চুরির কারনে সর্বশান্ত ঐ চার তরমুজ চাষী ।
ক্ষতিগ্রস্ত তরমুজ চাষী, আব্দুস সালাম জানান, “মাত্র একবার ১৪ হাজার টাকার তরমুজ বিক্রি করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রায় ছয় শতাধিক তরমুজ বিক্রির উপযোগী হতো। কিন্তু খেতে বিক্রির মতো যা তরমুজ ছিল চুরি হয়ে গেছে। আমাদের পুরো বিনিয়োগ হারিয়ে ফেলায় ধার-দেনা কিভাবে শোধ করব বুঝতে পারছি না। এই ঘটনায় দেবীগঞ্জ থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
মাজেদুল ইসলাম নামে আরেক চাষী জানান, “চার মাস ধরে পরিশ্রম করে সার বাকীতে এনে তরমুজ খেতের পরিচর্যা করলাম। এক রাতেই আমাদের সর্বস্বান্ত করে দিয়েছে। এখন সারের দোকানের দুই লাখ ৬০ হাজার টাকা কি ভাবে পরিশোধ করব তা বুঝতে পারছি না।”
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জামাল হোসেন বলেন, “এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন