এ নিয়ে ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। পদ প্রত্যাশীদের ব্যানার- পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর।
সাধারণ ছাত্রলীগ কর্মীদের দাবি সম্মেলনের মধ্য দিয়ে সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের হাতে আসুক উপজেলা ছাত্রলীগের কমিটি।
সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছেন নতুন উদ্যমী ছাত্র নেতারা আর সভাপতি পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ বর্তমান কমিটির বেশ কয়েকজন ছাত্র নেতা। তারা বলছেন, বিভিন্ন কারনে দীর্ঘ দিন যাবৎ নতুন কমিটি গঠন না হওয়ায় ঝিমিয়ে পড়েছিল দলীয় কার্যক্রম, নতুন করে কমিটি হলে এবং যোগ্য ব্যক্তিরা দায়িত্ব পেলেন দলীয় কার্যক্রম আরো বেশি গতিশীল হবে।
সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সৎ, যোগ্য ও মেধাবী সংগঠকদের হাতে উপজেলা ছাত্রলীগের দায়িত্ব তুলে দেওয়ার আশ্বাস দেন বর্তমান সভাপতি আশরাফুল আলম এমু।
উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন ( এমপি) সহ পঞ্চগড় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলন কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
২০১৫ সালের ২০ জুন সর্বশেষ দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নানা জটিলতায় দীর্ঘ দিন অনুষ্ঠিত হয় নি উপজেলা ছাত্রলীগের সম্মেলন। বর্তমান কমিটি দৈর্ঘ্য ৭ বছর ধরে উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করে আসছে।
বঙ্গবন্ধুর হাতে গড়া এদেশের ছাত্র রাজনীতির প্রাচীনতম সংগঠন ছাত্রলীগ। সাধারণ মানুষের প্রত্যাশা, তৃণমূল পর্যায়েও বঙ্গবন্ধুর আদর্শ আঁকড়ে ধরে সাধারন শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
এস. এম/ডিএস
মন্তব্য করুন