দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের পক্ষে ইজিবাইক চালিয়ে প্রচারণা চালিয়েছেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।
বুধবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় ৫ শতাধিক মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে নিজে ইজিবাইক চালিয়ে পৌর সদরের প্রতিটি পাড়া, মহল্লায় ভোটারদের হাতে নৌকা মার্কার লিফলেট তুলে দিয়ে রেলমন্ত্রীর পক্ষে পৌরবাসীর কাছে ভোট চেয়ে প্রচারণা চালান দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম সুইডেন ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মাজু, পৌর কৃষক লীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায় মিঠু সহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এস.এম/ডিএস
মন্তব্য করুন