রবিবার( ২৯ অক্টোবর) দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপী উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেলে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ ও শান্তি সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নূরুজ্জামান, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম রহমান সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ হাসান স্বপন ও সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান সাজু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম এমু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোনায়েম প্রধান নিলয় প্রমুখ।
এছাড়া পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উন্নয়ন ও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা গতকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির জ্বালাও পোড়াও কর্মকান্ডের কথা তুলে ধরেন। বিএনপি তাদের পুরনো সন্ত্রাসী চেহারায় ফিরে এসেছে বলেও অভিযোগ করেন। এছাড়া বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নেতাকর্মীদের সামনে তুলে ধরা হয় এবং ভবিষ্যতে বিএনপি নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলে তা কঠোরভাবে দমন করার কথা জানান বক্তারা ।
সন্ধ্যায় আলোচনাসভা শেষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী নিয়ে একটি বিক্ষোভ মিছিল দেবীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে শেষ হয়।
– এস.এম/ডিএস
মন্তব্য করুন