বুধবার(১৩এপ্রিল) সোনাহারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার শিক্ষার্থীদের মাঝে চার সেট বোর্ড বই এবং এক সেট সহায়ক বই তুলে দেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান- রিতু আক্তার ।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্বপ্নছোঁয়া দরিদ্র কল্যাণ তহবিলের সভাপতি জি.এম.আল আমিন খন্দকার।
বই হাতে পেয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী ইমরান জানায়, “বই আমার নৃত্য দিনের সঙ্গী ।বোর্ড বই এবং সহায়ক বই হাতে পেয়ে অনেক ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম। তাছাড়া আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যেতো । আমি অত্যন্ত আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার বলেন, “সরকারি ভাবে চার পরিবারের প্রত্যেক পরিবারকে দুই বান করে টিন এবং ছয় হাজার করে এককালীন অর্থ প্রদান করা হবে ।এছাড়াও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে ।”
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ফকির পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত হয় চারটি পরিবার । এসময় চতুর্থ শ্রেণীর একজন, ষষ্ঠ শ্রেণীর দুই জন, এবং দশম শ্রেণীর একজন শিক্ষার্থীদের পাঠ্য বইও পুড়ে যায় ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন