দেবীগঞ্জ সরকারি কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

Link Copied!

দেবীগঞ্জ সরকারি কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে দেবীগঞ্জ সরকারি কলেজ ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরনীতি বিভাগের মনিরুজ্জামান , আইসিটি বিভাগের শাফিউল আলম, ভূগোল বিভাগের দুলাল ইসলাম,ইতিহাস বিভাগের রণজিৎ কুমার বর্মণ ।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
এস.এম/ডিএস