ITPolly.Com
ঢাকা রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩
  1. সর্বশেষ
  2. হোম
  3. সারাদেশ

দেবীগঞ্জে রাস্তা থেকে দুই কিশোরীকে তুলে নিয়ে জিম্মি করে অর্থ আদায়

প্রতিবেদক
AH IMRAN
১২ আগস্ট ২০২৩, ৯:১০ অপরাহ্ণ

Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে ৬ জনের নামসহ ১০/১১ জনকে অজ্ঞাত আসামী করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ আরিফ ইসলাম নামে এক আসামীকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী দুই কিশোরীর বাড়ি দেবীগঞ্জ পৌরসভায়।

 

 

 

এজাহার ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার (৮ আগস্ট) নাদিরা জান্নাত (ছদ্মনাম) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচিত এক যুবকের সাথে দেখা করতে উপজেলার লক্ষ্মীরহাট বাজারের পাশেই মাইক্রোস্ট্যাণ্ডে যায়। ঠাকুরগাঁও থেকে আসা ওই যুবকের সাথে তার এক বন্ধুও আসে। তারা তিনজন নিজেদের মধ্যে কথা বলতে থাকলে সেখানে স্থানীয় কিছু যুবক উপস্থিত হয়ে তারা কেন সেখানে কথা বলছে জানতে চায়। ভুক্তভোগীরা নিজেদের পরিচয় দিলেও অভিযুক্তরা তাতে কর্ণপাত না করে অশ্লীল ভাষায় গালি দিতে থাকে। এইসময় অভিযুক্তরা ঠাকুরগাঁও থেকে আসা এক যুবকের থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাদের চড়থাপ্পড় দিতে থাকেন।

 

 

 

নাদিরা আতঙ্কিত হয়ে মুঠোফোনে পুরো বিষয়টি দেবীগঞ্জে থাকা তার খালাতো বোন তাবাসসুম মীমকে (ছদ্মনাম) জানায়। মীম বিষয়টি জানতে পেরে লক্ষ্মীরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মীম নিজের পরিচয় দিয়ে তার বোন ও ঠাকুরগাঁও থেকে আসা দুই যুবককে ছেড়ে দিতে বলে।

 

 

 

অভিযুক্তরা তা না শুনে তাদের চারজনকে জোর করে ভ্যানে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী বুড়াঠাকুর এলাকার আরিফ ইসলামের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীরা এই অর্থ দিতে রাজি না হওয়ায় তাদের আবারো চড়থাপ্পড় দেওয়া হয়। বাধ্য হয়ে নাদীরা (ছদ্মনাম) তার প্রাইভেট টিউটরকে ফোন করে বিকাশে ১ হাজার টাকা নেন। এরপরও তাদের ছেড়ে দেওয়া হয়না। পরে স্থানীয়দের হস্তক্ষেপে চারজনকে ছেড়ে দেওয়া হয়।

 

 

মামলার বাদী বলেন, “অভিযুক্তদের কারো নাম আমার মেয়ে এবং ভাগ্নি জানতো না। পুলিশ প্রাথমিক তদন্তে যাদের নাম পেয়েছে তাদের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। এভাবে কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে মুক্তিপণ চাবে এটা কখনো মেনে নেওয়ার মতো না। আমার মেয়ে আর ভাগ্নী সেদিনের পর থেকে আতঙ্কে আছে। তারা স্বাভাবিক ভাবে কথা বলতেও পারছে না।”

 

 

 

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা জানান, “মামলা নথিভুক্ত হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

 

 

এস.এম/ডিএস

আরও পড়ুন
পঞ্চগড়ে ১৯টি স্বর্ণের বারসহ যুবক আটক

পঞ্চগড়ে ১৯টি স্বর্ণের বারসহ যুবক আটক

দেবীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

দেবীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

দেবীগঞ্জে ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দেবীগঞ্জে ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ে ৪০ লাখ টাকা নিয়ে উধাও মসজিদের ইমাম

পঞ্চগড়ে ৪০ লাখ টাকা নিয়ে উধাও মসজিদের ইমাম

সমৃদ্ধি কর্মসূচির ১ হাজার ৩৯ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

সমৃদ্ধি কর্মসূচির ১ হাজার ৩৯ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

দেবীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

দেবীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রাইভেট কারের ধাক্কায় প্রাক্তন শিক্ষক নিহত

প্রাইভেট কারের ধাক্কায় প্রাক্তন শিক্ষক নিহত

দেবীগঞ্জে গোল করতে না পারায় প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়কে মারধরে অভিযোগ

দেবীগঞ্জে গোল করতে না পারায় প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়কে মারধরে অভিযোগ

দেবীগঞ্জে বিদ্যালয়ে শৃঙ্খলা ফেরাতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেবীগঞ্জে বিদ্যালয়ে শৃঙ্খলা ফেরাতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেবীগঞ্জে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা 

দেবীগঞ্জে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা 

দেবীগঞ্জে ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ভূমি অফিস পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে

দেবীগঞ্জে ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ভূমি অফিস পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে

পঞ্চগড়ে অনুমোদনহীন ফুড ফ্লেভার ব্যবহারের দায়ে ভোক্তার জরিমানা

পঞ্চগড়ে অনুমোদনহীন ফুড ফ্লেভার ব্যবহারের দায়ে ভোক্তার জরিমানা