দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী পালিত


পঞ্চগড়ের দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে একে একে প্রতিটি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা- মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান- মোঃ আব্দুল মালেক চিশতি।

এসময় বিশেষ অতিথি হিসেবে, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী; উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার- বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায়; দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-জামাল হোসেন সহ সকল দপ্তরের দপ্তর প্রধান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এস.এম/ডিএস