
স্থানীয় সরকার দিবস উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দেবীগঞ্জ পৌরসভা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় পৌর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দীক আবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায় প্রমুখ।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় দেবীগঞ্জ পৌরসভার ৬ ও ৮ নাম্বার ওয়ার্ডের টিম অংশগ্রহণ করে। এতে ৮ নাম্বার ওয়ার্ড জয় লাভ করে। টুর্নামেন্টে নির্ধারিত তারিখে পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১৩টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এস.এম/ডিএস