গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই দুলাল হকের নেতৃত্বে দেবীগঞ্জ পৌরসভায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।
এসময় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন বন্দর এলাকা থেকে মোঃ হৃদয় আহমেদ নুর (৩৮) ও মোঃ রাশেদুল হাসান বাবু (৩৬) কে অবৈধ মাদক জাতীয় ঔষধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় ।
বিজ্ঞাপন
আটককৃত মোঃ হৃদয় আহমেদ নূর (৩৮) পিতা- নীলফামারী জেলার ডোমার থানার জামিরবাড়ী এলাকার মোঃ আনোয়ার হোসেনের পুত্র । এবং মোঃ রাশেদুল হাসান বাবু(৩৬) নীলফামারী জেলার ডোমার থানার কৌগিলা এলাকার মৃত মাহতাব উদ্দিন এর পুত্র ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জামাল হোসেন- বিষয়টি করে জানান,” উক্ত বিষয়ে দেবীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।”
এস.এম/ ডিএস