দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

হরিশ চন্দ্র রায়
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ১২:৫৫ 286 ভিউ
হরিশ চন্দ্র রায়
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ১২:৫৫ 286 ভিউ
Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (২২মে) সকাল ১১টা’য় উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে দৃষ্টিনন্দন সেবাস্টল, পেন্ডেল ও মঞ্চ তৈরী করা হয়েছে।

 

 

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান- মোঃ আব্দুল মালেক চিশতি।

 

‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয় ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার থেকে রোববার (২২-২৮মে) পর্যন্ত সারা দেশে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদযাপন করা হবে।

 

 

ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিক অধিকারের বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বাড়ানো ভূমিসেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া ভূমিসেবা সপ্তাহ চলাকালীন সময়ে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে। এ সময় সপ্তাহব্যাপী নির্ধারিত সেবাকেন্দ্রে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদনের প্রক্রিয়াকরন, ডিসিআর ও খতিয়ান প্রদান, ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত জমির কবুলিয়ত হস্তান্তর, চান্দিনা ভিটির ইজারা নবায়ন, ই-পর্চা প্রদান, রেকর্ড রুম থেকে সার্টিফাইড কপি গ্রহন, আপিল মামলার দ্রুত নিষ্পত্তি, অধিগ্রহণকৃত জমির চেক বিতরণ। এছাড়াও সপ্তাহব্যাপী ভূমি সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদানের জন্য সেবাবুথে ভূমি অফিসের কর্মকর্তাগন সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন ও রিতু আক্তার, দেবীগঞ্জ পৌর মেয়র আবু বকর সিদ্দিক আবু, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ভূমিসেবা গ্রহীতাগণ ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

 

এস.এম/ডিএস

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই দেবীগঞ্জে আইন সহায়তা দিবস পালিত  পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঈদ উপহার বিতরণ পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন- মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে দেবীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপিত দেবীগঞ্জে  ভিজিএফের চাল বিতরন শুরু দেবীগঞ্জে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত