দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন 

মোঃ সিরাতুল মোস্তাকিম
আপডেটঃ ২২ মার্চ, ২০২৩ | ১২:১৭ 208 ভিউ
মোঃ সিরাতুল মোস্তাকিম
আপডেটঃ ২২ মার্চ, ২০২৩ | ১২:১৭ 208 ভিউ
Link Copied!

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী একযোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশের সব উপজেলায়। উদ্বোধনী অনুষ্ঠান থেকে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর উদ্বোধন করা হয়। একই সাথে সারা দেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

 

 

বুধবার (২২ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। উদ্বোধনী অনুষ্ঠানটি এই সময় হল রুমে প্রচার করা হয়।

 

এই সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান- আব্দুল মালেক চিশতী; উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস, দেবীগঞ্জ পৌরসভার মেয়র- আবু বকর সিদ্দীক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি- গিয়াস উদ্দিন চৌধুরী; ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমুখ। উপস্থিত অতিথিরা ছাড়াও দেবীগঞ্জের আশ্রয়ণ প্রকল্প থেকে ২৫ টি পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

মূল অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস এক বক্তব্যে বলেন, দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৮০৩ টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রায় ৯৫ শতাংশ ঘরে উপকারভোগীরা পরিবারসহ বসবাস করছেন। বাকী ঘরের উপকারভোগীরা স্থায়ী ভাবে থাকা শুরু করেননি। ইউএনও বলেন, যদি ঘর নিয়ে স্থায়ী ভাবে কেউ না থাকেন তাহলে তাদের নাম বাদ দিয়ে নতুন করে ভূমিহীন-গৃহহীন ব্যক্তিদের তালিকা করে পুনরায় সেসব ঘর হস্তান্তর করা হবে। একই সাথে ইউএনও জানান, আগামী এপ্রিলে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের জন্য যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণের মধ্যে থাকবে- হাঁস মুরগি পালন, গরু মোটাতাজাকরণ, সেলাই ও হস্ত শিল্প, পুষ্টি বাগান। কৃষি দফতর থেকে আশ্র‍য়ণ প্রকল্পের পতিত জমিতে সবজি বাগান গড়ে তুলতে সার ও বীজ প্রদান করা হবে বলে জানান তিনি।

 

 

অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীরা আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরলে ইউএনও তাৎক্ষণিক সমস্যা সমাধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মমিনকে নির্দেশনা প্রদান করেন।

 

 

এস.এম/ডিএস

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই দেবীগঞ্জে আইন সহায়তা দিবস পালিত  পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঈদ উপহার বিতরণ পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন- মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে দেবীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপিত দেবীগঞ্জে  ভিজিএফের চাল বিতরন শুরু দেবীগঞ্জে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত