বৃহস্পতিবার ( ৩১ শে মার্চ) সকালে উপজেলা বিএনপির আয়োজনে দেবীগঞ্জ ঐতিহাসিক দেবদারু তলায় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে প্রতীকি অনশন কর্মসূচি পালিত হয়েছে ।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল গনি বসুনিয়ার সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক- আবুল হোসেন মোঃ তোবারক আলী, রহিমুল ইসলাম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি- কাদেরী কিবরিয়া রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব- রাসেল আহমেদ প্রধান, পৌর যুবদলের আহ্বায়ক- সরকার ফরিদুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
প্রতীকি অনশন কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা এ কে ভুঁইয়ার হাতে জল পান করে প্রতীকি অনশন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
ছবি:- সাংবাদিক রাসেল আহমেদ প্রধান