দেবীগঞ্জে ফিল্মি কায়দায় অপহণের পর জোর করে বিয়ে

নাজমুস সাকিব মুন
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২২ | ৬:৪৭ 699 ভিউ
নাজমুস সাকিব মুন
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২২ | ৬:৪৭ 699 ভিউ
Link Copied!

 পঞ্চগড়ের দেবীগঞ্জে ফিল্মি কায়দায় নবদ্বীপ কুমার রায় ও বিউটি রানী দম্পতিকে অপহরণ করার পর তাদের আলাদা করে নবদ্বীপকে জোর করে সীমা রায় নামে এক মেয়ের সাথে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তিন জনপ্রতিনিধির বিরুদ্ধে।

 

অভিযোগের তীর দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- রিতু আক্তার; দন্ডপাল ইউনিয়ন পরিষদের সদস্য-  মশিউর ও মাসুদ এবং মহিলা ভাইস চেয়ারম্যানের ভাই রকির দিকে।

 

 

নবদ্বীপের পরিবার জানায়, নবদ্বীপ একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। গত সোমবার (১২ ডিসেম্বর) তিনি কোম্পানির বার্ষিক কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে স্ত্রী বিউটি রানী রায়ের সাথে যান কক্সবাজার। পরদিন মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে কনফারেন্স শেষে রাতে কক্সবাজার ত্যাগ করার কথা ছিল নবদ্বীপ দম্পতির। তবে একই দিন সন্ধ্যায় অভিযুক্তরা কক্সবাজারে নবদ্বীপের অবস্থান নিশ্চিত হয়ে সেখানে উপস্থিত হয়। পরে নবদ্বীপ ও তার স্ত্রী বিউটির মোবাইল ফোন দুইটি ইউপি সদস্য মশিউর কেড়ে নিয়ে সুইচ অফ কর রাখেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা না নিয়ে তাদের জোর করে মাইক্রোবাসে তুলে নেন।

                               বিজ্ঞাপন

বুধবার (১৪ ডিসেম্বর) তাদের বেলা ১২টায় মাইক্রোবাসে নীলফামারীর ডোমার এশিয়ান হাইওয়ের রেল ক্রসিং এলাকায় এনে বিউটি ও নবদ্বীপকে আলাদা করে পৃথক স্থানে আটকে রাখেন সীমার স্বজনরা। গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে নবদ্বীপকে সদর ইউনিয়নের বৈরাগী পাড়ায় সীমার নিজ বাসায় এনে মারধর করে অ্যাফিডেভিটে স্বাক্ষর নেওয়া হয় এবং জোরপূর্বক সীমার সাথে বিয়ে দেওয়া হয়।

 

পরে খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ নবদ্বীপকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে পুলিশ বিউটিকে ফেরত দেবার জন্য চাপ প্রয়োগ করলে ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, লোক মারফত তাকে তার পৈতৃক বাড়ীতে পৌঁছে দেয়। পুলিশ বিউটির বাড়ীতে পৌঁছানোর অপেক্ষা করে এবং মুঠোফোনে নিশ্চিত হবার পর ঘটনাস্থল থেকে ফিরে আসে।

                          বিজ্ঞাপন

সীমা রায় বলেন, “নবদ্বীপের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন আগে সে আমাকে না জানিয়ে অন্য জায়গায় বিয়ে ঠিক করলে আমি বিয়ের দাবিতে তার বাসায় গিয়ে ২৪ দিন অবস্থান করে বুধবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের সাথে বাসায় ফিরে আসি।”

 

নবদ্বীপ বলেন, “সীমার সাথে আজ তিন বছর আগে প্রেমের সম্পর্ক ভেঙ্গে যায়। সম্প্রতি সে আমার বিয়ে অন্য জায়গায় ঠিক হওয়ার কথা শুনে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। বিউটির সাথে আমার বিয়ে হয়েছে এটা জেনেও জনপ্রতিনিধিদের মাধ্যমে অপহরণ করে সীমার স্বজনরা আমাকে মারধর করে তার সাথে আমার বিয়ে দেয়। আমি এই বিয়ে মানি না এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।”

                             বিজ্ঞাপন

এদিকে বুধবার(১৪ ডিসেম্বর) দিবাগত রাতে সীমা তার ভাই উজ্বল রায়, মামা ধরনী রায়, সদরের ইউপি সদস্য- ভরত চন্দ্র রায়ের সাথে নিজ বাসায় ফিরে যায়। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকালেই সীমা ও নবদ্বীপের বিয়ে দেওয়া হয়।

 

ভাইস চেয়ারম্যান রিতু আক্তার বলেন, “নবদ্বীপকে বার বার ডাকার পরেও যখন সে আসেনি তখন মেম্বারদের সাথে নিয়ে তিনি নবদ্বীপ আনতে গিয়েছিলেন। তিনি আরো বলেন, নবদ্বীপ ও সীমার চলমান বিষয়টির তিনি মীমাংসা করতে চেয়েছিলেন।”

 

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ বলেন, “সকালে খবর পেয়ে নবদ্বীপকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় পুলিশ। কোন পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দেওয়া হলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

 

এস.এম/ডিএস

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে রেলমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ দেবীগঞ্জে ইজারা ছাড়াই চলছে বালু উত্তোলন, ব্যবস্থা গ্রহণে প্রশাসনে ধীর গতি  তীব্র গরমে শিক্ষার্থীদের ফলের শরবত তৈরি করে খাওয়ালেন শিক্ষক  নতুন আন্তঃনগর ট্রেন হিসেবে যাত্রা শুরু করলো ‘চিলাহাটি এক্সপ্রেস’ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই   দেবীগঞ্জে আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৩ দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই