দেবীগঞ্জে পুকুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু


পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরে হাত ধুতে গিয়ে পানিতে ডুবে মছির উদ্দিন কাজী(৯২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার পামুলি ইউনিয়নের কাজী পাড়া এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে মছির উদ্দীনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত মছির উদ্দিন কাজী ওই এলাকার মৃত জব্বার কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পাশাপাশি এলাকার স্থানীয়রা তাকে খোঁজা খুঁজি শুরু করে । এক পর্যায়ে আজ, (সোমবার ) বাড়ির পাশের পুকুরে পানিতে তলিয়ে যাওয়া মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরবর্তীতে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায় মরদেহ হস্তান্তর করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- জামাল হোসেন পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”
এস.এম/ডিএস