দেবীগঞ্জে আরডিআরএস এর বিশেষায়িত চক্ষু শিবির অনুষ্ঠিত

Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশ-এর সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বিশেষায়িত চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) উপজেলার দেবীডুবা ইউনিয়নে দিনব্যাপী এ কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর আওতায় ২৪৩ জন রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করা হয় এবং ৩৭ জন রোগীকে বিনা খরচে ছানী অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের আয়োজক সংস্থার খরচে নির্ধারিত পরিবহনে মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরে পাঠানো হয়।

আরডিআরএস বাংলাদেশ রংপুর-এর সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর- গৌতম কুমার হালদার এর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচূতে চিকিৎসা সেবা দিয়েছেন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরের মেডিকেল টিম।
এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা আঞ্চলিক ব্যবস্থাপক – মোঃ আতিয়ার রহমান; সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী- যাদব চন্দ্র রায় সহ অন্যান্য সকল কর্মকর্তা।
এস.এম/ডিএস