দেবীগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বৈদ্যুতিক হালকা সেচ প্রকল্পের সেচ কার্যক্রম উদ্বোধন 

নাজমুস সাকিব মুন
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৩ | ১০:১৪ 219 ভিউ
নাজমুস সাকিব মুন
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৩ | ১০:১৪ 219 ভিউ
Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বৈদ্যুতিক ব্লক-৩ হালকা সেচ প্রকল্পের সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ জানুয়ারী) পানি উন্নয়ন বোর্ডের পঞ্চগড় জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুল হক রবি মৌসুমের সেচ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এইদিন সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তার দপ্তরের উদ্যোগে উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া এলাকায় স্থানীয় সেবাগ্রহীতাদের অংশগ্রহণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পঞ্চগড় জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কার্যালয়ের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাফিউল বারী, ঠাকুরগাঁও যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রুবায়েত ইমতিয়াজ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদ।

 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পঞ্চগড়ের দেবীগঞ্জের তেলিপাড়ায় বৈদ্যুতিক ব্লক-৩ হালকা পাম্প সেচ প্রকল্প নামে এই প্রকল্পটি ১৯৬৭ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করে। এখানে ২৫ হর্স পাওয়ারের ১৬টি বৈদ্যুতিক মটর রয়েছে। যা দিয়ে ১৫৩০ হেক্টর আবাদি জমিতে পানি সরবরাহ করা সম্ভব।

 

খরিফ-১, খরিফ-২ ও রবি মৌসুমে কৃষকদের সেচ সুবিধা দিতে তখন করতোয়া নদী থেকে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করে কৃষকদের সেচ সুবিধা বাড়ানোর জন্য এ পদক্ষেপ গৃহীত হয়। তাছাড়া অনাবৃষ্টি কিংবা খরা মোকাবেলায়ও সেচ সুবিধা প্রদান করা সম্ভব হবে এই সেচ প্রকল্প থেকে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, কৃষি নির্ভর এই দেশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সৃষ্টিলগ্ন থেকে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ সুবিধা প্রদান ছিল এই বোর্ডের প্রধান লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ক্ষুদ্র ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় চাষযোগ্য এলাকায় পানি সরবরাহ করে থাকে।

 

উল্লেখ্য, পঞ্চগড়ের অন্তর্ভুক্ত হলেও তেলীপাড়ার বৈদ্যুতিক বল্ক-৩ হাল্কাপাম্প সেচ প্রকল্পটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগ।

 

 

এস.এম/ডিএস

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই দেবীগঞ্জে আইন সহায়তা দিবস পালিত  পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঈদ উপহার বিতরণ পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন- মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে দেবীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপিত দেবীগঞ্জে  ভিজিএফের চাল বিতরন শুরু দেবীগঞ্জে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত