দেবীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল এক শিশুর

Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে পানিতে ডুবে জুয়েল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুকুরে গোসল করতে নেমে ডুবে যাওয়া ওই শিশুকে তিন ঘন্টা পর মৃত উদ্ধার করে স্থানীয়রা।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী সুতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার আমজাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সাথে বাড়ির পাশে থাকা পুকুরে গোসল করতে নামে জুয়েল। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে।
পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করতে না পেরে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা পর তাকে মৃত উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।