দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি

নাজমুস সাকিব মুন
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১:০৪ 334 ভিউ
নাজমুস সাকিব মুন
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১:০৪ 334 ভিউ
Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে শোয়ার ঘরের দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে রবিবার দিবাগত রাতে চোর বাসায় প্রবেশ করে।

 

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৌর সদরের সাহাপাড়া এলাকার বলাই সাহার (৭০) বাসায় এই চুরির ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে চারটি পিতলের প্রতিমা, স্বর্ণ ও রূপার গয়না চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

বলাই সাহার ছেলে লক্ষণ সাহা বলেন, “আমাদের শোয়ার ঘরের সাথের দুইটি ঘর আমার বড় ভাইয়ের। চাকরির কারণে তিনি সস্ত্রীক বাইরে থাকেন। প্রতিদিন রাতে ওই ঘরে তালা দেওয়া হয়।”

 

লক্ষণ সাহার স্ত্রী একা সাহা বলেন, “গত রবিবার (১৯ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ৯টার দিকে আমি নিজ ঘরে ছিলাম। এই সময় হঠাৎ করেই কটু গন্ধ পাই আমি। এর কিছুক্ষণ পর ঘুম ভাব চলে আসায় আমি অন্য দিনের থেকে আগেই ঘুমিয়ে পড়ি। যদিও নিয়মিত রাত ১২টার সময় শুতে যাই আমি।”

 

লক্ষণ সাহা জানান, তিনি নিজেও প্রতিদিন রাতে ১টার দিকে ঘুমাতে যান। কিন্তু কাল বাসায় ফেরার কিছুক্ষণ পর তার ঘুম আসায় দ্রুত ঘুমাতে যান। আজ (সোমবার) সকাল ৭টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন দরজার হ্যাজবোল্ট ভাঙ্গা। ঘরের ভেতরে থাকা ট্রাঙ্কের তালা ভাঙ্গা ও অ্যায়ারড্রোবের সব ড্রয়ার খোলা ও জিনিসপত্র এলোমেলো।

 

একা সাহার দাবি চেতনানাশক কোন স্প্রে ব্যবহার করা হয়েছিল। নয়তো অন্যদিনের থেকে আমার ও আমার স্বামীর আগে ঘুম ভাব আসার কথা নয়।

 

এইদিকে চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বিকর সিদ্দীক, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা, দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) জামাল হোসেন, ওসি (তদন্ত) রনজু আহম্মেদ, সেকেন্ড অফিসার এসআই হাফিজ হায়দার, এএসআই ইয়াকুব।

 

দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) জামাল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসার মালিক ও পরিবারের অন্য সদস্যসের সাথে কথা হয়েছে। আমরা তাদের মামলা করার পরামর্শ দিয়েছি।

 

ওসি বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে চোর আগে থেকে জানতো কোন ঘরে প্রতিমা রাখা হয়েছে। আর চেতনানাশক স্প্রে সদৃশ যে জিনিসটির কথা বলা হচ্ছে আমরা সেরকম কোন আলামত পাইনি।

 

উল্লেখ্য, একই (সাহাপাড়া) এলাকার মন্দির ও বাসা থেকে ইতিপূর্বে দুইবার প্রতিমা চুরি হয়েছিল।

 

এস.এম/ডিএস

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড