শুক্রবার ( ২৫ শে মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দেবীগঞ্জ সরকারি কলেজ এর পক্ষ থেকে ১৯৭১ সালের ২রা জুন গণহত্যার স্বীকার শহীদদের স্মরণে নির্মিত পারঘাট বদ্ধভূমির স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে ।
পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন, দেবীগঞ্জ সরকারি কলেজ এর অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার স্বদেশ চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী সহ মুক্তিযোদ্ধা ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।