শনিবার ( ২৯ অক্টোবর) বেলা ১২ টায় দেবীগঞ্জ থানা হলরুমে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি- শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে – ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার- মোছাঃ রুনা লায়লা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস; পামূলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মনি ভূষণ রায়; সুন্দরদীঘি ইউনিয়নের চেয়ারম্যান- কাজী আব্দুল হালিম; সদর ইউনিয়নের চেয়ারম্যান- আশরাফুল আলম এমু; দেবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি- জাকির হোসেন রাজু; দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক- নাজমুস সাকিব মুন; উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি- আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক- আব্দুর রাজ্জাক; দেবীগঞ্জ উপজেলা উপজেলা উপজেলা কৃষক লীগের সভাপতি- নির্মল কুমার শর্মা; উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স্বদেশ চন্দ্র রায়।
এছাড়া উপজেলার সকল ইউনিয়নের সদস্যগণ, দেবীগঞ্জের সুধীজন এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস