দেবীগঞ্জে ঐতিহাসিক গোলক ধাম মন্দিরের চুরি

মোঃ সিরাতুল মোস্তাকিম
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ৭:১৯ 473 ভিউ
মোঃ সিরাতুল মোস্তাকিম
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ৭:১৯ 473 ভিউ
Link Copied!

পঞ্চগড়ে দেবীগঞ্জে পৌনে দুইশত বছরের পুরনো ঐতিহাসিক শ্রী শ্রী গোলক ধাম মন্দিরের দরজার হেজবল কেটে রাতের আঁধারে দুইটি রাধকৃষ্ণের বিগ্রহ চুরি হয়েছে। এছাড়াও প্রণামী বাক্সের (দান বাক্স) তালা ভেঙে বাক্সে রক্ষিত অর্থও চুরি হয়েছে।

 

 

গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ শনিবার(১২ অক্টোবর) সকালে পুরোহিত ও ভক্তরা মন্দিরে পূজা দিতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। প্রত্নতত্ব অধিদপ্তরের আওতাধীন মন্দিরটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে অবস্থিত।

 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মন্দিরের গেটের হেজবল কেটে মন্দির থেকে রাধাকৃষ্ণের দুইটি যুগল মুর্তি চুরি হয়েছে। এছাড়াও প্রণামি বাক্সটি মন্দিরের উত্তর দিকে তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়।

 

এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ক্ষোভ প্রকাশ করেছেন। মন্দির কমিটির নেতারা জানান, গতকাল সন্ধ্যার পর পূজা-অর্চনা শেষ করে মন্দিরে তালা লাগিয়ে সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। গভীর রাতে কে বা কারা এসে এসব চুরি করে নিয়ে গেছে।

 

ছবি:- ঐতিহাসিক গোলক ধাম মন্দিরের দৃশ্য

 

মন্দির কমিটির সম্পাদক- যাদব চন্দ্র রায় জানান, “দীর্ঘ ৩ মাস থেকে প্রণামী বাক্সটির অর্থ বের করা হয়নি, সেই হিসেবে বাক্সটি থেকে আনুমানিক ৩০ হাজার টাকা চুরি হয়েছে। চুরি হওয়া রাধাগোবিন্দের মুর্তি দুটির আনুমানিক মূল্য ৪০-৫০ হাজার টাকা হবে।”

 

 

ইতিমধ্যে, চুরি হয়ে যাওয়া মন্দির পরিদর্শন করেছেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস;দেবীগঞ্জ সার্কেল এসপি রুলা লায়লা; দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- জামাল হোসেন।

 

 

এ ঘটনায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক- হরিশ চন্দ্র রায় বলেন, “মন্দির থেকে বিগ্রহ চুরির বিষয়টি অত্যন্ত দুঃখজনক, এসব প্রতিষ্ঠানে প্রশাসনের আরো বেশি নজরদারি প্রয়োজন। তবে এটি কোন ধর্মীয় প্রতিহিংসা কারনে হয়নি উল্লেখ করে তিনি বলেন, এটি স্রেফ চুরি, অন্য কোন বিষয় এতে সংশ্লিষ্ট নয়।”

 

 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধী ধরতে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। মন্দির কমিটির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

 

 

ছবি:- সংগৃহীত

এস.এম/ডিএস

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড