দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসার উদ্বোধন

Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ইকরা মডেল মাদ্রাসা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় দেবীগঞ্জ পৌরসভার সবুজ পাড়ায় ইকরা মডেল মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, আলহেরা মাদ্রাসার মুহতামিম- মুফতি মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
দেবীগঞ্জ পৌরসভার মেয়র- আবু বকর সিদ্দীক; দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক- মোঃ জাকিরুল ইসলাম রাজু; উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজু আহমেদ মিঠু; দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক-নাজমুস সাকিব মুন; উপজেলা বিএনপির সদস্য সচিব- আব্দুল গণি বসুনিয়া প্রমুখ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি মুফতি মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে ইকরা মডেল মাদ্রাসার উদ্বোধন ঘোষণা করেন।