রবিবার( ১৫ মে ) বেলা সোয়া ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় সাথে ছিলেন পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক আশরাফুল হক ।
মাদক বিরোধী অভিযানে সোনাহার ইউনিয়নের বগুড়াপাড়া এলাকার পিয়ার আলী শেখের ছেলে গোলজার ও পার্শ্ববর্তী গোয়ালপাড়া এলাকার জালাল শেখের ছেলে বাদশা আলমের বাসায় অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।
এসময় গোলজারের শোয়ার ঘর থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ গোলজারকে গ্রেফতার করা হয়। অপরদিকে বাদশা আলমের বাড়ি থেকে ৭০০ গ্রাম গাঁজা ও নগদ ২,৭০০/- টাকা উদ্ধার করা হয়। বাদশা আলম বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
একই দিনে দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ তাঁতিপাড়া এলাকার বাবুল শেখের ছেলে হামিদুর রহমানকে গাঁজা সেবনের জন্য গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আশরাফুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ” গোলজার এবং বাদশা আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং হামিদুর রহমানকে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।”
ছবি: সাংবাদিক নাজমুস সাকিব মুন
এস.এম/ডিএস