দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ই সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১ টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান- বাবুল হোসেন সরকার, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- মোঃ জামাল হোসেন; উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন চৌধুরী ।
এছাড়াও ,দেবীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, উক্ত সভায় অসামাজিক কার্যক্রম, চুরি,ছিনতাই, জুয়া ,মাদক,বাল্যবিবাহ ইত্যাদি কিভাবে নির্মূল করা যায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং কঠোর আইনী পদক্ষেপের কথা জানানো হয়।
এস.এম/ডিএস