দেবীগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ


পঞ্চগড়ের দেবীগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিসের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ ই আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসের পক্ষ থেকে ৫ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আরো পড়ুন : দেবীগঞ্জে খাস জমি উদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযান
অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস প্রধান অতিথি হিসেবে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ পৌরসভার মেয়র- আবু বকর সিদ্দিক (আবু); দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটি মেজিস্ট্রেট গোলাম রব্বানী সরদা; উপজেলা ভাইস চেয়ারম্যান- বাবুল হোসেন সরকার; উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী; উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
আর.ডিবিএস