দেবীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনের কারাদণ্ড

নাজমুস সাকিব মুন
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৩ | ৯:৩৮ 228 ভিউ
নাজমুস সাকিব মুন
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৩ | ৯:৩৮ 228 ভিউ
Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর ও একটি ট্রাক জব্দ করা হয়।

 

গতকাল শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টায় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কাউয়াখালী ঘাটে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট- মোঃ গোলাম ফেরদৌস। এ সময় বালু উত্তোলন ও পরিবহনের কাজে সম্পৃক্ত থাকার দায়ে ঘটনাস্থলে পাঁচজনকে আটক করা হয়। পরে আটককৃতরা নিজেদের অপরাধ স্বীকার করায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর ও একটি ট্রাক জব্দ করা হয়।

                               বিজ্ঞাপন
 

ভ্রাম্যমান আদালতে দণ্ড প্রাপ্তরা হলেন- সোনাপোতা এলাকার তমশের আলীর ছেলে ইয়াসিন ইসলাম; সোনাপোতা উকিলপাড়া এলাকার রাজীব ইসলামের ছেলে মাসুম ইসলাম; সোনাপোতা বানিয়াপাড়া এলাকার রশিদুল ইসলামের ছেলে শাকিল ইসলাম; খাইবুল্লাহ দাসের ছেলে শিবু দাস এবং মৃত সিদ্দীক আলীর ছেলে আপন ইসলাম।

 

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট- মোঃ গোলাম ফেরদৌস জানান, “গোপন অভিযোগের প্রেক্ষিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। এই ঘটনায় পাঁচ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তদন্ত পূর্বক অবৈধ বালু ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানার ওসিকে নিয়মিত মামলা করার নির্দেশ প্রদান করা হয়েছে।”

ছবি:- ফাইল ফুটেজ
এস.এম/ডিএস

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে রেলমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ দেবীগঞ্জে ইজারা ছাড়াই চলছে বালু উত্তোলন, ব্যবস্থা গ্রহণে প্রশাসনে ধীর গতি  তীব্র গরমে শিক্ষার্থীদের ফলের শরবত তৈরি করে খাওয়ালেন শিক্ষক  নতুন আন্তঃনগর ট্রেন হিসেবে যাত্রা শুরু করলো ‘চিলাহাটি এক্সপ্রেস’ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই   দেবীগঞ্জে আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৩ দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই