দেবীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের চর ঢাকাইয়াপাড়া এলাকায় মোঃ এরশাদ নামে এক ব্যক্তি তিস্তা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী মোঃ এরশাদ অপরাধ সংঘটিত করায় একই আইনের ১৫ ধারায় তাকে অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
এস.এম/ডিএস