দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড


পঞ্চগড়ের দেবীগঞ্জে কুড়ুম নদীর পাশ থেকে আবাদি জমিতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারের পশ্চিমে আকন্দপাড়া এলাকায় কুড়ুম নদীর পাশের আবাদি জমি থেকে মাটি বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। এই সময় ঘটনাস্থলে চালক সহ একটি ট্রাক্টর ও জমির মালিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জমির মালিক আকন্দপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে গোলাম মোরশেদ (২৩) এবং ট্রাক্টর চালক ও মালিক হাবিবুল্লাহ (৩৬)। তিনি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের চিলাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতে জমির মালিক ও ট্রাক্টর চালক নিজেদের অপরাধ স্বীকার করায় উভয়কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড অথবা তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি)- গেলাম রব্বানী সরদার। এই সময় উভয়ই অর্থদণ্ড পরিশোধ করেন।
এস.এম/ডিএস