দেবীগঞ্জের ১৩টি গির্জায় অনুষ্ঠিত হবে বড়দিনের প্রার্থনা

হরিশ চন্দ্র রায়
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২২ | ১:৪৬ 195 ভিউ
হরিশ চন্দ্র রায়
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২২ | ১:৪৬ 195 ভিউ
Link Copied!

আগামীকাল ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন। এদিন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন। এই ধর্মীয় উৎসব উপলক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১৩টি গির্জায় বড়দিনের প্রার্থনা ও উৎসব অনুষ্ঠিত হবে।

 

এ বছর উপজেলার দেবীডুবা ইউনিয়নে ৪টি, দেবীগঞ্জ সদর ইউনিয়নে ২টি, সোনাহার ইউনিয়নে ১টি, পাামুলী ইউনিয়নে ১টি, দন্ডপালে ২টি, টেপ্রিগঞ্জ ইউনিয়নে ১টি এবং চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নে ২টি গির্জায় বড়দিনের প্রার্থনা ও উৎসবের আয়োজন করা হয়েছে।

 

জানা গেছে, বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। ২৪শে ডিসেম্বর রাত ১২টা’র পরেই যিশু খ্রিস্টের প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিনের উৎসব শুরু হবে।

সারারাত জেগে বড়দিনের আনন্দ উপভোগ করবেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। পরদিন ২৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১০টা’র মধ্যে বিভিন্ন গির্জায় যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে। তারপর দুপুরে পূণরায় প্রার্থনা করা হবে। সবশেষে সন্ধায় আরেকবার প্রার্থনা শেষে বড়দিনের অনুষ্ঠানের সমাপ্তি হবে।

 

বড়দিন উপলক্ষে উপজেলা খ্রিস্টিয়ান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুনীল ঋষি বলেন, ‘সকল প্রস্তুতি সম্পন্ন। আশা করছি, সুন্দরভাবে বড়দিনের অনুষ্ঠান সম্পন্ন হবে’।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, বড়দিন উপলক্ষে গির্জাগুলো নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

 

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় বলেন, এবছর ১৩টি গির্জায় বড়দিনের উৎসব হবে। এগুলোর মধ্যে দেবীডুবা ইউনিয়নের ঘোষপাড়া ক্যাথলিক চার্চ এবং চেংঠি হাজরাডাঙ্গা ক্যাথলিক চার্চে বড় পরিসরে উৎসবের আয়োজন করা হয়েছে।

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে রেলমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ দেবীগঞ্জে ইজারা ছাড়াই চলছে বালু উত্তোলন, ব্যবস্থা গ্রহণে প্রশাসনে ধীর গতি  তীব্র গরমে শিক্ষার্থীদের ফলের শরবত তৈরি করে খাওয়ালেন শিক্ষক  নতুন আন্তঃনগর ট্রেন হিসেবে যাত্রা শুরু করলো ‘চিলাহাটি এক্সপ্রেস’ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই   দেবীগঞ্জে আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৩ দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই