দায়িত্ব গ্ৰহনের এক বছর পূর্ণ করলেন- মেয়র আবু বকর সিদ্দীক আবু

মোঃ সিরাতুল মোস্তাকিম
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২২ | ৫:০৫ 427 ভিউ
মোঃ সিরাতুল মোস্তাকিম
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২২ | ৫:০৫ 427 ভিউ
Link Copied!

দেবীগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্ৰহনের ১ বছর পূর্ণ করলেন আবু বকর সিদ্দীক আবু। ২০২১ খ্রিস্টাব্দের ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পৌর প্রশাসক প্রত্যয় হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন দেবীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র আবু বকর সিদ্দীক আবু।

 

 

২০১৪ সালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও দেবীডুবা ইউনিয়নের কিছু এলাকা নিয়ে গঠিত হয় দেবীগঞ্জ পৌরসভা। সীমানা সংক্রান্ত জটিলতা কাটিয়ে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনে প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন আবু বকর সিদ্দীক আবু।

 

দায়িত্ব গ্ৰহনের পর থেকেই দেবীগঞ্জ পৌরসভাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্ৰহন করেন। একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। দায়িত্ব গ্ৰহনের কয়েক মাসের মাথায় জনসাধারণের উপস্থিতিতে ঘোষনা করেন দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট।

 

পৌরসভার দায়িত্ব গ্ৰহনের ১ বছরের মধ্যে সড়কের পাশে ও পাড়া মহল্লায় ১০০টি সোলার স্ট্রিট লাইট ও ৫৫০টি বৈদ্যুতিক স্ট্রিট লাইট লাগানো হয়েছে । এছাড়াও প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে এবং গুরুত্বপূর্ণ স্থান রঙিন আলোকসজ্জার ব্যবস্থা করেন।

 

ছবি:- সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন, মেয়র আবু বকর সিদ্দীক আবু..

ইতিমধ্যে, পৌরসভার অন্তর্ভুক্ত ৬৭৮মিটার সড়ক আর্সিসি ঢালাই করা হয়েছে । কারপেটিং করা হয়েছে ৬কি,মি সড়ক ।এছাড়াও প্রক্রিয়াধীন রয়েছে ২ কিমি সড়ক সংস্কারের কাজ । পাকা সড়কের সুফল পেতে শুরু করেছেন পৌর নাগরিকরা।

 

দেবীগঞ্জ পৌরসভার দায়িত্ব গ্ৰহনের পর ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে মনোযোগ দেন পৌর মেয়র । ১ বছরের মধ্যে সংস্কার করা হয় দেবীগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ । কবর স্থানে অযুখানা স্থাপন ও আলোর ব্যবস্থা করা হয় । এছাড়াও পৌরসভার অর্থায়নে মসজিদ মন্দির নির্মাণ ও পুনঃসংস্কার করা হয়েছে।

ছবি:- মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করার ।

পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের বসার জন্য গাছের গোড়া বাঁধাই করা হয়েছে।
এছাড়া মেয়রের কক্ষে প্রবেশের জন্য কারো অনুমতির প্রয়োজন নেই, এমন সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যা সাধারন মানুষের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে।

 

দেবীগঞ্জ পৌরসভার সফলতার পাশাপাশি বেশ কিছু ব্যর্থতাও রয়েছে। দায়িত্ব গ্ৰহনের এক বছর অতিক্রম হলেও এখনো ড্রেনেজ ব্যবস্থার সফলতা পায় নি পৌরবাসী । এছাড়া জন্মসনদ সংশোধনের জন্য সদর ইউনিয়নে যেতে হয় পৌরসভার নাগরিকদের। এ নিয়েও দূর্ভোগের স্বীকার হয় সাধারণ মানুষ।

 

ছবি:- দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণার

 

প্রাপ্তি, অপ্রাপ্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেবীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র- আবু বকর সিদ্দিক আবু জানান, “নির্বাচনের পর পৌরসভার দায়িত্ব গ্ৰহনের এক বছর পূর্ণ হতে চলেছে। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এক বছর আসলে বেশি সময় না। মানুষের জীবনে যেমন এক বছর কম সময় ঠিক তেমনি দায়িত্ব পালনের ক্ষেত্রেও। পৌরবাসীর মূল্যবান ভোটে নির্বাচিত হওয়ার পর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। প্রতি ওয়ার্ডে কাজ করে যাচ্ছি। এমন কোন ওয়ার্ড নেই যেখানে কোন না কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।”

 

মেয়র আরো বলে, “আমরা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি। সেগুলো বাস্তবায়িত হলে পৌরসভার উন্নয়ন দৃশ্যমান হবে। ড্রেনেজ ব্যবস্থার সমস্যা সমাধানে ইতিমধ্যে পরিকল্পনা গ্ৰহণ করা হয়েছে এছাড়া পৌরবাসীর জন্ম নিবন্ধনের ভোগান্তি কমাতে পৌরসভায় অল্প কিছু দিনের মধ্যেই কাজ শুরু করা হবে।”

আবু বকর সিদ্দীক আবু বলেন, “সফলতা কিংবা ব্যর্থতার অংক না কষে আপনাদের কাছে দোয়া চাই যাতে যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছি তা যেন বাস্তবায়ন করতে পারি। দেবীগঞ্জ আমার, আমরা দেবীগঞ্জের। মনের মাধুর্য মিশিয়ে
প্রাণের দেবীগঞ্জ কে সাজাতে চাই।”

 

 

এস.এম/ডিএস

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড