ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল। দেশটির গুয়াংশি অঞ্চলে বন্যার পানি বাড়তে থাকায় আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে সাহায্য করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বন্যার পানিতে ভেসে গেছে সব, পানিতে ডুবে আছে মাইলের পর মাইল এলাকা। এ দৃশ্য চীনের দক্ষিণের গুয়াংশি অঞ্চলের। টানা বৃষ্টি আর বন্যায় সেখানে বিপর্যস্ত জনজীবন।
ভারি বৃষ্টিতে বেশ কদিন ধরেই চীনের বিভিন্ন এলাকায় বন্যার পানি বাড়ছে। সবকিছু ডুবে যাওয়ায় অনেকেই আটকা পড়েছেন নিজের বাড়িতে। তাদের উদ্ধার করতে ছুটে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্গম পথ পাড়ি দিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছেন সাহায্য করতে। অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। তাদেরও সব ধরনের সহযোগিতা করছে প্রশাসন। এ অবস্থায় রোববার (১২ জুন) গুয়াংশিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়।
আরোও পড়ুন: জাস্টিন ট্রুডো আবারও করোনায় আক্রান্ত
এদিকে প্রচণ্ড শিলাবৃষ্টির কবলে পড়ে চীনের রাজধানী বেইজিং। রোববার বেইজিংয়ে শুরু হয় তুমুল শিলাবৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো বাতাস। এ সময় পার্কিং করা অনেক গাড়ি শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও বজ্রসহ বৃষ্টিতে স্থানীয়রা ভয় পেয়ে নিরাপদ স্থানে সরে যান।
এ ছাড়া এর আগে ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়ে চীনের ফুজিয়ান ও গুয়াংডং প্রদেশ। টানা বর্ষণে বিভিন্ন এলাকায় দুর্ঘটনার পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটেছে সেসব এলাকায়। বন্যায় ছেয়ে গেছে প্রদেশ দুটির অনেক অঞ্চল। ভয়াবহ বন্যায় ডুবে গেছে ঘর বাড়ি রাস্তা ঘাটসহ বিভিন্ন স্থাপনা। প্রদেশ দুটির নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বন্যার পানিতে আটকে পড়েছে বহু মানুষ। আটকেপড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল।
খবর সিজিটিএন