তেঁতুলিয়ায় সড়ক আইনে ৪ ব্যক্তিকে জরিমানা

Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক ৪ জন ব্যক্তিকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও হাইওয়ের থানার সহযোগিতায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের মাঝিপাড়া শালবাহান রোড বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
তেঁতুলিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
এসময় সড়ক আইন মেনে যানবাহন পরিচালনা নিশ্চিত করা এবং সড়ক দূর্ঘটনা রোধে চালকদেরকে সচেতন করা হয়।
আর.ডিবিএস