শনিবার ( ১৪ ই মে) দুপুর ১ টায় গোপন সংবাদ এর ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক দীনবন্ধুর নেতৃত্বে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তেঁতুলিয়া ইউনিয়নের গড়িয়াগাছ গ্রামে থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ নুর ইসলাম বাবু (৩৫) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটক মোঃ নুর ইসলাম বাবু তেঁতুলিয়া ইউনিয়নের গড়িয়াগছ গ্ৰামের মোঃ আনারুল হক এর পুত্র।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, “উক্ত বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে”
এস.এম/ডিএস