তেঁতুলিয়ায় মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ ই সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়ার ভজনপুর বাজারে, উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বাজার মনিটরিং করা হয়।
এসময় রাস্তার উপর দোকান করে গণউপদ্রব সৃষ্টি এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, ৩ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা- সোহাগ চন্দ্র সাহা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮ ও ৪৩ মোতাবেক তিন জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের পণ্যের অহেতুক মূল্য বৃদ্ধি না করা, নিয়মিত পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করা এবং রাস্তার উপর দোকান না করার জন্য অনুরোধ করা হয়ছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা- সোহাগ চন্দ্র সাহা, রাস্তার উপর দোকান বসানো এবং পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
এস.এম/ডিএস