তেঁতুলিয়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
গতকাল সোমবার (১২ ই সেপ্টেম্বর) রাত ১০ টায় তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক দীনবন্ধু রায়ের নেতৃত্বে তেঁতুলিয়া সদর ইউনিয়নে মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে তেঁতুলিয়া সদর ইউনিয়নের চান্দামারী(গড়িয়াগছ) এলাকা থেকে নুরুল ইসলাম বাবু ওরফে পোল্ট্রি বাবু (৩৫) কে তার নিজ বাড়ি থেকে পাঁচ বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল সহ গ্ৰেপ্তার করা হয়।
আটক নুরুল ইসলাম বাবু সদর ইউনিয়নের চান্দামারী(গড়িয়াগছ) এলাকার মোঃ আনারুল হকের পুত্র ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- সায়েদ চৌধুরী জানান, ” উক্ত ঘটনায় আটক নুরুল ইসলাম বাবুর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।”
এস/এম/ডিএস