গতকাল সোমবার (২৫ এপ্রিল) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক দীনবন্ধু রায়ের নেতৃত্বে শালবাহান ইউনিয়নে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।
অভিযান পরিচালনাকালে শালবাহান ইউনিয়নের কালান্দিগছ বাজার থেকে মোঃ হাসেম আলী (৩১) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় ।
আটক মোঃ হাসেম আলী তেঁতুলিয়া প্রামানিক পাড়ার মোঃ শামসুল হকের পুত্র ।
বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ” উক্ত বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ”
এস.এম/ডিএস